এক মোটরসাইকেলে তিন বন্ধু ঘুরতে গিয়ে লাশ হলেন দুজন

সংগৃহীত ছবি

এক মোটরসাইকেলে তিন বন্ধু ঘুরতে গিয়ে লাশ হলেন দুজন

অনলাইন ডেস্ক

বগুড়ার শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বেইলি ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লগে একটি মোটরসাইকেলের। এতে ছিটকে পড়ে আরোহী তিন বন্ধুর মধ্যে দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অন্যজন। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের শালফায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন তানজিদ হাসান ও রিফাত হাসান। আহত হয়েছেন তাদের বন্ধু মেজবা আহমেদ। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই শেরপুরের শাহ বন্দেগী ইউনিয়নের চকপোতার বাসিন্দা।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব অফিসার সিদ্দিকুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।  

স্থানীয়দের বরাতে তিনি বলেন, ‘শুক্রবার বিকালের দিকে মোটরসাইকেলে তিন বন্ধু শেরপুর থেকে ধুনটে বেড়াতে গিয়েছিলেন। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে শালফার বেইলি ব্রিজে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিন বন্ধু ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তানজিদ মারা যান। মেজবাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর ঘটনাস্থলের পাশে পুকুর থেকে রিফাতের মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস কর্মকর্তা সিদ্দিকুর বলেন, ‘ধাক্কা লেগে রিফাত পুকুরে গিয়ে পড়েছিলেন। এজন্য প্রথমে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ’

news24bd.tv/ইস্রাফিল