বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ এবং আওয়ামী লীগের সারাদেশে শান্তি সমাবেশে পালন করতে গিয়ে ২ দলের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের নাটোর শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার সকালে মাধনগর ও পিপরুল ইউনিয়ন বিএনপির বিক্ষোভ সমাবেশে এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে নাটোর সদর উপজেলার পীরগঞ্জ বাজারে বিএনপি নেতা-কর্মীরা বিক্ষাভ সমাবেশ পালন করতে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে সমাবেত হতে শুরু করেন। এক পর্যায়ে ২ পক্ষের বাগবিতণ্ডা শুরু হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোঠা নিয়ে ধাওয়া করে।
এতে দু পক্ষের সংঘর্ষে নলডাঙ্গায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনসহ মাধনগর ইউনিয়ন ও পিপরুল ইউনিয়ন বিএনপির অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, বিএনপির বিক্ষোভ সমাবেশে কোনো হামলার ঘটনা ঘটেনি।
নাটোরের বিএনপি নেতা ও রাজশাহী বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিএনপির কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশ ছিল আজ। আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ পালন করছিলাম। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়।
হামলায় নলডাঙ্গা ও নাটর সদর উপজেলায় ৩০-৩৫ জন আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।
দুলু বলেন, সামনে জাতীয় নির্বাচনে মানুষ যাতে বের না হয়, সে কারণে ভীতিকর পরিস্থিতি তৈরির জন্য আওয়ামী লীগ এই হামলা চালিয়েছে। হামলা করে মানুষকে সরকার পতনের আন্দোলন থেকে প্রতিহত করা যাবে না।
news24bd.tv/তৌহিদ