কেমনভাবে জন্মদিন উদযাপন করলেন মিমি?
কেমনভাবে জন্মদিন উদযাপন করলেন মিমি?

সংগৃহীত ছবি

কেমনভাবে জন্মদিন উদযাপন করলেন মিমি?

অনলাইন ডেস্ক

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী, সংসদ সদস্য মিমি চক্রবর্তী। শনিবার (১১ জানুয়ারি) এই অভিনেত্রীর জন্মদিন। ৩৪ বছরে পা দিয়েছেন টালিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। বয়স বাড়লেও মন থেকে এখনও রঙিন অভিনেত্রী, সেই ঝলক প্রকাশ পেয়েছে মিমির সোশ্যাল মিডিয়ায়।

জন্মদিনের দিনের আগেই বিদেশে পাড়ি জমান এই অভিনেত্রী। এবারের জন্মদিনে প্যারিস শহরটা ঘুরে নিজের মতো করে কাটিয়েছেন মিমি। বড় রেস্তোরাঁয় রকমারি খাবারের স্বাদ উপভোগ করেছেন।  ইনস্টাগ্রামে অভিনেত্রী প্যারিস শহর ঘুরার ছবি ও ভিডিও প্রকাশ করেছেন।

এতে দেখা যায়, কালো টপের সঙ্গে গোলাপি ট্রাউজার এবং গায়ে পশমের জ্যাকেট পরে আছেন।

আর ছবিগুলো শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘বঁজুর (সুপ্রভাত)’।

জলপাইগুড়ির মফঃস্বলে বেড়ে উঠেছেন মিমি। ক্যারিয়ারের শুরুর দিকে মডেলিং করতেন মিমি। ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ প্রতি্যোগিতায় অংশগ্রহণ করেন এবং সেখানে বিজয়ী হন। এরপর তিনি স্টার জলসায় সম্প্রচারিত ‘গানের ওপারে’ ধারাবাহিকটিতে ‘পুপে’ নামক প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করেন। এই সিরিয়ালের হাত ধরেই অভিনয় জগতে ডেবিউ মিমির।

news24bd.tv/রিমু