সিরাজগঞ্জ জেলা শহরের নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ২০ লাখ টাকা মূল্যের ২১০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব। শনিবার সকালে জেলা শহরের নিউ মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলো, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার রেহাইচর গ্রামের আব্দুস সালামের স্ত্রী সানজিদা বেগম (৩০) ও পাবনা জেলার সাঁথিয়া থানার নিকুরাহ গ্রামের ইদ্রিস আলীর ছেলে হুমায়ুন কবির (৩৮)।
শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান।
তিনি আরও জানান, আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর উদ্ধার আলামতসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
news24bd.tv/তৌহিদ