৫ দিন পর জীবিত উদ্ধার একই পরিবারের পাঁচ জন
৫ দিন পর জীবিত উদ্ধার একই পরিবারের পাঁচ জন

সংগৃহীত ছবি

৫ দিন পর জীবিত উদ্ধার একই পরিবারের পাঁচ জন

অনলাইন ডেস্ক

ভূমিকম্পের ৫ দিন পর তুরস্কের একটি পরিবারের ৫ সদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার গাজিয়েন্তেপের নুরদাগ শহরে ধ্বংসস্তূপের মধ্য থেকে তাদের উদ্ধার করা হয়। স্থানীয় গণমাধ্যম হাবেরতুর্কের বরা দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এপি।  

এপির প্রতিবেদনে জানানো হয়, ধসে পড়া বাড়ি থেকে প্রথমে মা হাভা ও তার মেয়ে ফাতমাগুল আসলানকে উদ্ধার করা হয়।

এরপর উদ্ধারকারী দলটি বাবা হাসান আসলানের কাছে পৌঁছালে তিনি আগে তার মেয়ে জেয়নেপ ও ছেলে সালতিক বাউগ্রাকে উদ্ধার করতে বলেন। এরপরই হাসান আসলানকে উদ্ধার করা হয়। ভূমিকম্পের ১২৯ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হলো তাদের।  এ সময় আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন উদ্ধারকারীরা।
তারা উল্লাস করে 'আল্লাহু আকবার' স্লোগান দেন।  

এ নিয়ে শনিবার মোট ৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এর মধ্যে ৭০ বছর বয়সী এক বৃদ্ধা ও ১৬ বছরের এক কিশোর রয়েছে। কাহরামানমারস শহর থেকে ওই কিশোরকে উদ্ধার করেন তুরস্ক ও কিরগিস্তানের যৌথ উদ্ধারকারীরা। এনটিভি টেলিভিশনের বরাত দিয়ে এপি জানিয়েছে, ৫ দিন ধ্বংসস্তূপের নিচে থেকে দিশেহারা ওই কিশোর উদ্ধাকারীদের প্রথমেই জানতে চান- আজ কি বার।  

এদিকে সোমবার ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ এই ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ২৫ হাজারের কাছাকাছি গিয়ে ঠেকেছে। সময় গড়ানের সঙ্গে সঙ্গে আটকে পড়াদের জীবিত উদ্ধার করার সম্ভাবনা ক্রমশই কমে আসছে। থার্মাল ক্যামেরা ব্যবহার করে চাপা পড়াদের অবস্থান সনাক্তের চেষ্টা করছেন তারা।  

news24bd/আজিজ

এই রকম আরও টপিক