কুষ্টিয়ার ছাতিয়ান গ্রামে হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুষ্টিয়ার ছাতিয়ান গ্রামে হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন

জাহিদুজ্জামান, কুষ্টিয়া:  

গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার নানা উদ্যোগের অংশ হিসেবে কুষ্টিয়ার গ্রামে হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। শনিবার সকাল ১০ মিরপুর উপজেলার ছাতিয়ান গ্রামে রুহিনা খাতুন কমিউনিটি ক্লিনিক এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।  

ভিত্তি প্রস্তর স্থাপন করেন এশিয়া ও ওশেনিয়া অঞ্চল কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ এইচ কাফি। তিনি বলেন, গ্রামের সব মানুষ যাতে স্বাস্থ্য সেবা পায় সে জন্য তার এ উদ্যোগ।

এ সময় কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি মতিউর রহমান লাল্টু, আব্দুর রাফেত বিশ্বাস কলেজ এর সভাপতি জেসমিন জাহানসহ গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। এলাকায় হাসপাতাল হচ্ছে এ খবরে দুই শতাধিক এলাকাবাসি ভিত্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠান দেখতে আসেন।  

এর আগে ছাতিয়ান গ্রামসহ বিভিন্ন গ্রামের মানুষের কাছে বিশেষজ্ঞ চিকিৎসক ও রোগ নির্ণয়ের আধুনিক যন্ত্রপাতি নিয়ে গিয়ে স্বাস্থ্য সেবা দিয়েছেন উদ্যোক্তারা।  

news24bd.tv/কামরুল