পুঁজির নিরাপত্তা, নিজস্ব বাজার ও রপ্তানির সম্ভাবনা থাকায় তরুণরা জুয়েলারি ব্যবসায় আসছে বলে জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) সাবেক সভাপতি ডা. দিলীপ কুমার রায়।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে 'জুয়েলারি শিল্পের দ্বিতীয় প্রজন্মের উদ্যোক্তাদের ভাবনা' শীর্ষক সেমিনারে একথা জানান তিনি। তিনি বলেন, আজকের এই আয়োজন নতুনদের নিয়ে আমাদের ভাবনা। তাদের নিয়ে আমাদের রয়েছে কল্পনা ও নানা প্রত্যাশা।
সেমিনারে বাজুসের কার্যনির্বাহী কমিটির সদস্য রিপুনুল হাসান বলেন, বাজুস প্রেসিডেন্ট তরুণদের অনেক পছন্দ করেন। তাই তরুণদের এগিয়ে নিয়ে আসতে হবে। এসময় সবাইকে সাথে নিয়ে কাজ করার আহবান জানান তারা।
news24bd.tv/FA