দক্ষিণ ফিলিপাইনের কাগায়ান ডি ওরো শহরের একটি সামরিক ঘাঁটিতে শনিবার গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বন্দুকধারীসহ ৫ সেনা নিহত হয়েছে। খবর রয়টার্সের।
দেশটির চতুর্থ পদাতিক ডিভিশনের মুখপাত্র মেজর ফ্রান্সিসকো গ্যারেলো এক বিবৃতিতে জানান, স্থানীয় সময় শনিবার বেলা ১টার দিকে একজন সেনা ছুটে এসে চার সেনাকে হত্যা করে।
সেনাবাহিনী জানিয়েছে, হামলায় গুরুতর আহত হয়েছেন এক সেনা সদস্য। হামলার কারণ এবং প্রশিক্ষণে কোনো ঘাটতি রয়েছে কি না তা জানতে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে দেশটির সেনাবাহিনী।
news24bd/আজিজ