ফিলিস্তিনের হাসপাতালের জন্য সহায়তা প্রত্যাহার ট্রাম্পের

পূর্ব জেরুজালেমের ৬টি হাসপাতালের ৪০ শতাংশ খরচ চলে মার্কিন সহায়তায়৷ ছবি: রয়টার্স

ফিলিস্তিনের হাসপাতালের জন্য সহায়তা প্রত্যাহার ট্রাম্পের

নিউজ টোয়েন্টিফোর অনলাইন

ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমের হাসপাতালগুলোর জন্য বরাদ্দ করা আড়াই কোটি মার্কিন ডলারের আর্থিক সহায়তা প্রত্যাহার করে নিয়েছে ট্রাম্প প্রশাসন। বাতিল করা অর্থ যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থে খরচ করা হবে বলে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

সহায়তা বাতিলের এই সিদ্ধান্তে ফিলিস্তিনিরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷ এই হাসপাতালগুলোতে মূলত পশ্চিম তীর এবং গাজার অধিবাসীরা চিকিৎসা নিতে আসেন৷ বিষয়টি বিভিন্ন মহলে সমালোচনার জন্ম দিয়েছে।

মার্কিন প্রশাসন জানিয়েছে, পূর্ব জেরুজালেমের হাসপাতালগুলোর জন্য বরাদ্দ করা আড়াই কোটি মার্কিন ডলার অর্থ সহায়তা বাতিল করে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পে তা ব্যয় করা হবে৷ 

পূর্ব জেরুজালেমের মাকাস্সেদ হাসপাতালের পরিচালক বাসেম আবু লিবদেহ বার্তা সংস্থা এপিকে বলেছেন, ‘‘যুক্তরাষ্ট্রের অর্থ সহায়তায় পূর্ব জেরুজালেমের যেসব হাসপাতালে চিকিৎসা হয়, অর্থ সহায়তা বন্ধ হয়ে গেলে সেখানকার রোগীরা চরম দুর্ভোগে পড়বে৷''

পূর্ব জেরুজালেমের ৬টি হাসপাতালের ৪০ শতাংশ খরচ এই সহায়তায় চলে বলে জানান তিনি।

সম্পর্কিত খবর