পুকুর খনন করে মাটি বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

পুকুর খনন করে মাটি বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শহীদ নগর গ্রামে প্রশাসনের বিনা অনুমতিতে পুকুর খনন করে মাটি বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। শনিবার সকাল ১১টায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে এ রায় প্রদান করা হয়।  

শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উপজেলার  শহীদ নগর গ্রামের মৃত আব্দুস সামাদ বিশ্বাসের পুত্র ইলিয়াস হোসেন জেলা প্রশাসকের অনুমতি ছাড়াই পুকুর খনন করে মাটি বিক্রি করছে। এ সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

 

তিনি আরও জানান, কোন জলাশয়ও পুন:খনন করতে চাইলে সে ক্ষেত্রেও অনুমতি নিতে হবে। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

news24bd.tv/কামরুল