কুষ্টিয়ায় সাংবাদিক সংগঠনের ফ্রি মেডিকেল ক্যাম্প
কুষ্টিয়ায় সাংবাদিক সংগঠনের ফ্রি মেডিকেল ক্যাম্প

কুষ্টিয়ায় সাংবাদিক সংগঠনের ফ্রি মেডিকেল ক্যাম্প

জাহিদুজ্জামান, কুষ্টিয়া: 

‘যদি একজনের মুখে হাসি ফোটাতে পারেন তা আপনাকে অমর করে তুলবে’ এই স্লোগানে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে সাংবাদিকদের একটি সংগঠন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে এ আয়োজন করে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টাস ফাউন্ডেশন।  

শনিবার সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী। সংগঠনের জেলা শাখার সভাপতি শেখ রুহুল আমিন সুমনের সভাপতিত্বে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউসহ বিশিষ্টজনরা বক্তব্য রাখেন।

 

এ আয়োজনে স্বতস্ফুর্তভাবে রক্তদান করেন ১০ জন। বাকী আরও ২০ জনের গ্রুপিং করে নাম তালিকাভূক্ত করে রাখা হয়েছে। সে কোন সময় তারা রক্ত দেবেন বলে জানিয়েছেন। আর রক্তচাপ, ডায়াবেটিস পরিমাপ, ফ্রি চিকিৎসাসহ নানা রকমের স্বাস্থ্যসেবা দেয়া হয় ১৫০ জন মানুষকে।

news24bd.tv/কামরুল

এই রকম আরও টপিক