বায়রা মহাসচিবের পদত্যাগ
বায়রা মহাসচিবের পদত্যাগ

বায়রা মহাসচিবের পদত্যাগ

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ- বায়রার মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান পদত্যাগ করেছেন। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন হিসেবে কাজ করে আসছে বায়রা।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বায়রা সভাপতি আবুল বাশারের কাছে পাঠানো চিঠিতে নোমান বলেছেন, গত ৩০ জানুয়ারি বায়রার বার্ষিক সাধারণ সভা আহ্বান করা হয়। কিছু অনাকাঙ্ক্ষিত কারণে ওই সভা স্থগিত করে ১১ ফেব্রুয়ারি আবার ডাকা হয়।

কিন্তু ওই ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনার জন্য আমাকে ‘অযৌক্তিক ও অন্যায্যভাবে’ দোষী করা হয়।

নোমানের দাবি, নির্বাহী কমিটি ও সভাপতির নির্দেশনা মতো কাজ করার পরেও তাকে দোষারোপ করা ‘অগ্রহণযোগ্য’। সাদিয়া ইন্টারন্যাশনালের মালিক নোমানের পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে বলেও চিঠিতে উল্লেখ করেছেন।

৩০ জানুয়ারি সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বায়রার বার্ষিক সাধারণ সভা সভা শুরু হয়।

বায়রা সভাপতি মোহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে সভা শুরু হলেও দুই সপ্তাহ আগে অডিট রিপোর্ট ও বার্ষিক প্রতিবেদন সদস্যদের কাছে না দেয়া, আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন না করা এবং পরের বছরের বাজেট উত্থাপন না করায় সদস্যরা হট্টগোল শুরু করেন। কয়েকশ সদস্যের হট্টগোলের মধ্যে এজিএম স্থগিত করা হয়।

এই রকম আরও টপিক