তুরস্কে তৃতীয় দিনের মতো উদ্ধার কার্যক্রম শুরু বাংলাদেশ সেনাবাহিনীর

সংগৃহীত ছবি

তুরস্কে তৃতীয় দিনের মতো উদ্ধার কার্যক্রম শুরু বাংলাদেশ সেনাবাহিনীর

সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে তৃতীয় দিনের মতো আজ রোববার বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধারকারী দল উদ্ধার কার্যক্রম শুরু করেছে। ইতোমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধারকারী দল উদ্ধার অভিযানে বেশ কিছু সাফল্য অর্জন করেছে।

এছাড়া ভূমিকম্প দুর্গত স্থানীয় লোকজনের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে সেনাবাহিনীর মেডিকেল টিমটি দু'টি ভাগে বিভক্ত হয়ে একটি স্থায়ী মেডিকেল সেন্টার এবং উদ্ধার অভিযান স্থানে ফার্স্ট এইড টিম হিসেবে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করছে।

সেনাবাহিনীর উদ্ধারকারী এ টিমে রয়েছে ১০ জন অভিজ্ঞ চিকিৎসক।

আজও আরও দুইজনের মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশের উদ্ধারকারী দল।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। তুরস্কের স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে ভূমিকম্পটি হয়। এতে এখন পর্যন্ত ২৮ হাজারের বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে।

news24bd.tv/FA