১২৬ রানে থামলো বাংলাদেশ

সংগৃহীত ছবি

নারী টি২০ বিশ্বকাপ

১২৬ রানে থামলো বাংলাদেশ

অনলাইন ডেস্ক

নারী টি২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বড় সংগ্রহ গড়তে পারলো না বাংলাদেশ। শুরুটা চমৎকার হলেও মিডল অর্ডার ব্যাটাররা দায়িত্ব নিতে খেলতে না পারায় শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১২৬ রান তুলতেই থামে বাঘিনীদের রানের চাকা। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান আসে সোভানা মোস্তারির ব্যাট থেকে।

কেপটাউনের নিউল্যান্ডসে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা।

দলীয় ৮ রানে রানআউটে মুর্শিদা খাতুন (০) কাটা পড়লেও শামীমা সুলতানা ও সোভানা মোস্তারি দলকে এগিয়ে নিচ্ছিলেন। ব্যক্তিগত ২০ রানে শামীমা ফেরার পর অধিনায়ক নিগারকে নিয়ে বাংলাদেশকে লড়াকু পুঁজি এনে দেওয়ার পথেই ছিলেন সোভানা।

তবে ব্যক্তিগত ২৯ রানে সোভানা এবং ২৮ রানে নিগার বিদায় নেওয়ার পর বাকিরা চরম ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেন। লতা মণ্ডল ১১, স্বর্ণা আক্তার ৫, রিতু মনি ২, নাহিদা আক্তার ৮ রান করে ফেরেন সাজঘরে।

৯ রানে অপরাজিত থাকেন সালমা খাতুন। ১ রান করেন জাহানারা আলম।

news24bd.tv/সাব্বির