সড়ক মহাসড়কে কোরবানির পশুর হাট না বসানোর জন্য নির্দেশ দিয়েছেন রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এছাড়া পরিবহনে চাঁদাবাজি বন্ধে প্রশাসনকে কঠোর নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (১২ মে) দুপুরে বিদ্যুৎ ভবনে আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে আন্তঃমন্ত্রণালয় সভায় এসব কথা জানান সরকারের দুই উপদেষ্টা। সভায় রেল উপদেষ্টা বলেন, রেলে অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে ৪০টি নতুন কোচ সংযুক্ত করা হবে। গত ঈদের মতো এবারেও ঈদ যাত্রা সহজ করা হবে। কোনো প্রকার চাঁদাবাজি হলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে। ঈদ যাত্রা সহজ করতে সকল অংশীজনের সহযোগিতা চায় সরকার জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।...
সড়কে বসবে না গরুর হাঁট, চাঁদাবাজি বন্ধে কঠোর সরকার
নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যখাতের উন্নয়নে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা: প্রধান উপদেষ্টা
অনলাইন ডেস্ক

স্বাস্থ্যখাতের সমস্যা নিয়ে একে অপরকে দোষারাপ না করে সকলে মিলে সমাধান করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, স্বাস্থ্যখাতের উন্নয়ন ও ঘাটতি পূরণে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা। আজ সোমবার (১২ মে) দুপুরে নিজ কার্যালয়ে সিভিল সার্জন কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, সবার সাথে দেখা সাক্ষাৎ হলে অনেক জিনিস সমাধান হয়ে যায়। অনেক প্রশ্ন সমাধান হয়। আশা করি দেখা সাক্ষাতের কারণে অনেক সুফল পাবো। তিনি আরও বলেন, আমরা স্বাস্থ্য নিয়ে একে অপরকে দোষ দেই। দোষ দিলে সমাধান হবে না। আমাদের মধ্যে ঘাটতি আছে। সেটা নিয়ে নিজেদের কাছে জিজ্ঞেস করতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, স্বাস্থ্যখাতের অভাব ঘাটতির মধ্য দিয়েও ভালো করা সম্ভব। অন্তবর্তী সরকার নিজেদের সীমারেখার মধ্যে কাজ করছে।...
মানবাধিকার লঙ্ঘন ও ভোটাধিকার হরণে আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ: শফিকুল আলম
অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের সিদ্ধান্তের কারণ হিসেবে মানবাধিকার লঙ্ঘন ও জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার বিষয়টি উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (১২ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের মৌলিক অধিকারগুলো হরণ করেছিল। এ কারণে, গণঅভ্যুত্থনের নেতৃত্বদানকারী বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তিনি আরও বলেন, শেয়ারবাজারে একটি দুর্নীতিগ্রস্ত গোষ্ঠীকে সরিয়ে দিয়ে যেন আরেকটি অসাধু গোষ্ঠী ঢুকতে না পারে, সেজন্য অর্থনৈতিক খাতে গভীর সংস্কারের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসব সংস্কার বাস্তবায়িত হলে সরকারের অগ্রগতি বহুগুণে বাড়বে বলেও মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের প্রসঙ্গে শফিকুল আলম বলেন,...
আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে যা জানালেন সিইসি
নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি হলে দলটির নিবন্ধনের বিষয়ে কমিশন বসে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। প্রজ্ঞাপনের বিষয়ে এখনও কোনো অফিসিয়াল ডকুমেন্ট হাতে পাননি বলে জানান তিনি। আজ সোমবার (১২ মে) সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সিইসির সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে বসেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ও দুই নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ ও আনোয়ারুল ইসলাম। এরপর পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রের কার্টার সেন্টারের প্রতিনিধি দল সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন। এদিন গণঅধিকার পরিষদের সদস্যরাও সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন। আওয়ামী লীগ, ১৪ দল ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানান তারা। প্রধান নির্বাচন কমিশনার জানান, দাপ্তরিক কাগজ হাতে পেলে আওয়ামী লীগের নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। news24bd.tv/SC...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর