অনুদানের টাকা বুঝে পেল হকির ১২ ক্লাব

সংগৃহীত ছবি

অনুদানের টাকা বুঝে পেল হকির ১২ ক্লাব

অনলাইন ডেস্ক

প্রথম বিভাগ হকির ক্লাবগুলো আগেই জানিয়ে দিয়েছিল, অনুদানের টাকা না দিলে খেলবে না তারা। তাদের সেই শর্ত পূরণ করেছে ফেডারেশন। হকি ক্লাবগুলোকে অনুদানের টাকা তুলে দিয়েছে ফেডারেশন। গতকাল প্রথম বিভাগ হকিতে অংশ নেয়া ১২ ক্লাবকে ২ লাখ করে টাকা তুলে দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন।

সমস্যা সমাধান হয়ে যাওয়ায়, আগামী ৬ মার্চ প্রথম বিভাগ লিগ মাঠে গড়াবে বলে সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। প্রথম বিভাগ হকি লিগ সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালে। ১৯৯৮ সালে যাত্রা শুরু করা প্রথম বিভাগ লিগ ২৫ বছরে হয়েছে মাত্র ১১ বার।

চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, ফেডারেশনের লিগ কমিটির চেয়ারম্যান ও উপ-পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খান, লিগ কমিটির সম্পাদক হাজী মোহাম্মদ হুমায়ুন।

এবারের লিগে অংশ নেবে - উষা ক্রীড়া চক্র, ওয়ান্ডারার্স ক্লাব, হকি ঢাকা ইউনাইটেড, পিডব্লিউডি, ব্যাচেলার্স এসসি, কম্বাইন্ড এসসি, রেলওয়ে এসসি, শিশুকিশোর সংঘ, মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ, ফরাশগঞ্জ এসসি, শন্তিনগর এসসি ও রায়ের বাজার এসসি।

news24bd.tv/সাব্বির