তুরস্কে আরও ছয় মরদেহ উদ্ধার করলো বাংলাদেশ সেনাবাহিনী

তুরস্কে আরও ছয় মরদেহ উদ্ধার করলো বাংলাদেশ সেনাবাহিনী

সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধারকারী দল। সোমবারও ৬ জনের মরদেহ উদ্ধার করেছে তারা।

সেনাবাহিনীর দেয়া তথ্যে জানা গেছে, উদ্ধার মরদেহগুলোর মধ্যে ৩ জন মহিলা ১ জন পুরুষ এবং ২ জন শিশু রয়েছে। এ নিয়ে গত চার দিনে ১৫টি মরদেহ এবং একজন জীবিত উদ্ধার করেছে বিজিবি।

জানা গেছে, চারদিনের দিনের মতো বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধারকারী দল উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। সমন্বিত উদ্ধারকারী দল তুরস্কে ভূমিকম্প দুর্গত স্থানীয় লোকজনের চিকিৎসা সেবা, উদ্ধার অভিযান স্থানে ফার্স্ট এইড টিম হিসেবে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করছে। এ টিমটিতে রয়েছে ১০ জন অভিজ্ঞ ডাক্তার। পাশাপাশি খাদ্য ও মানবিক সহায়তায় কাজ করছে তারা।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে। ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা এখনও বাড়ছে। গত দুই দশকের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু সংখ্যা এর দ্বিগুণ হতে পারে বলে সর্তক করেছে জাতিসংঘ।

news24bd.tv/FA