রংপুর-রাজশাহী-ময়মনসিংহে শীত বাড়বে

রংপুর-রাজশাহী-ময়মনসিংহে শীত বাড়বে

অনলাইন ডেস্ক

৪৮ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, শীত মৌসুম শেষ হতে যাচ্ছে। গত কয়েকদিন রাজধানীতে কিছুটা গরম অনুভব হচ্ছিল। মাঘের শেষদিনে রাতের তাপমাত্রা কমে আবারও কিছুটা শীত বাড়তে পারে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

দেশের নদী অববাহিকার কোথাও কোথাও সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দেশের অন্যান্য এলাকাতে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আরও বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে তাপমাত্রা বাড়বে। একই সঙ্গে বর্ধিত পাঁচ দিন রাত ও দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে।

সোমবার তেঁতুলিয়ায় দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩৩ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ৫৩ মিনিটে।

news24bd.tv/তৌহিদ