বিসিএসে কোটার বিষয়ে সর্বশেষ সিদ্ধান্ত গৃহীত হবে

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

বিসিএসে কোটার বিষয়ে সর্বশেষ সিদ্ধান্ত গৃহীত হবে

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আজ (১১ সেপ্টেম্বর,মঙ্গলবার) দুপুরে নিজস্ব ওয়েবসাইটে ৪০তম বিসিএস পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএসে কোটার বিষয়ে সরকারের সবশেষ গ্রহণ করা সিদ্ধান্ত অনুযায়ী ক্যাডার নিয়োগ করা হবে।

পিএসসির চেয়ারম্যান মো. সাদিক জানান, ৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। এই নিয়োগের ক্ষেত্রে কোটা বিষয়ে সরকারের সবশেষ সিদ্ধান্ত গৃহীত হবে।

এদিকে, সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন করেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। তারা জানান, ৪০তম বিসিএস বিজ্ঞপ্তি প্রকাশের আগেই ছাত্র সমাজের প্রত্যাশিত কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি না করলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

পিএসসি জানিয়েছে, ৪০তম বিসিএসের মাধ্যমে সাধারণ ক্যাডারে ৪৬৫ জন,  শিক্ষা ক্যাডারে ৮৭০ ও প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডারে ৫৬৮ জনকে নিয়োগ দেওয়া হবে। সব মিলিয়ে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেবে পিএসসি।

তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।


অরিন▐ NEWS24

সম্পর্কিত খবর