ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে প্রাণ গেল ২ জনের

সাপের কামড়ে মৃত্যু [প্রতীকী ছবি]

ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে প্রাণ গেল ২ জনের

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও হরিপুরে সাপের কামড়ে ২ জনের মৃত্যু হয়েছে। আজ (১১ সেপ্টেম্বর, মঙ্গলবার) ভোর রাতে হরিপুরে সাপের কামড়ে গৃহবধূ রমিশা এবং গভীর রাতে পীরগঞ্জ উপজেলার নারায়নপুরে স্কুল ছাত্র জায়েদ হাসান দিপু মার যায়।

স্থানীয়রা জানান, পীরগঞ্জ উপজেলার নারায়নপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজের নার্সারির ছাত্র জায়েদ হাসান দিপুকে (৭) নিজ বাড়ির শয়ন কক্ষে বিষাক্ত সাপ কামড় দেয়। বাড়ির লোকজন রাতে দিপুকে প্রথমে ঝাঁড় ফুক করায়।

এতে কাজ না হলে গভীর রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

অপরদিকে, মঙ্গলবার ভোর রাতে হরিপুরে সাপের কামড়ে রমিশা নামে (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ওই উপজেলার বকুয়া ইউনিয়নের গজ-ডুমডাঙ্গী গ্রামের শফিউদ্দিনের স্ত্রী।  

রাতে রমিশা গোয়াল ঘরে ঢুকে গরুকে খাবার দিতে গেলে বিষধর সাপ কামড় দেয়।

পরে স্থানীয়দের সহযোগিতায় রাণীশংকৈল উপজেলা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

পীরগঞ্জ থানার ওসি আমিরুজ্জামান ও রানীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান সাপের কামড়ে ওই ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


অরিন▐ NEWS24

সম্পর্কিত খবর