রেলের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর: রেলমন্ত্রী

সংগৃহীত ছবি

রেলের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর: রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন নম্বর ছাড়া রেলের টিকিট কাটা যাবে না বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। আগামী ১ মার্চ থেকে এ নিয়ম কঠোরভাবে মনিটরিং করা হবে বলে জানিয়েছেন তিনি।  

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রেলভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন রেলমন্ত্রী।  

নূরুল ইসলাম সুজন জানান, এ ব্যবস্থা প্রাথমিক অবস্থায় সব আন্তঃনগর ট্রেনে কার্যকর হবে।

পরে শতভাগ টিকিট অনলাইনে ছেড়ে দেওয়া হবে। অনলাইনে কেনা টিকিট অনলাইনে রিফান্ডের পাশাপাশি টিকিট চেকিং ব্যবস্থায় পিওএস মেশিন চালু করা হবে।  

তিনি বলেন, ‘যাত্রী ভ্রমণের সময় এনআইডি কার্ড সঙ্গে রাখতে হবে। বিনা টিকিটের যাত্রীদের যাচাইয়ে ট্রেনে থাকবে পজ মেশিন।

এখন থেকে অনলাইন টিকিটে রিফান্ডের সুযোগ থাকছে। ’  

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘কোনো রাজনৈতিক দল শুধু না, যে কেউ ভাড়া প্রদান করে ট্রেনের বগিতে ভ্রমণ করতে পারবেন। ’

news24bd.tv/ইস্রাফিল