অসৎ ব্যবসায়ীদের দ্রব্যের দাম বাড়াতে উৎসাহিত করছে বিএনপি: তথ্যমন্ত্রী
অসৎ ব্যবসায়ীদের দ্রব্যের দাম বাড়াতে উৎসাহিত করছে বিএনপি: তথ্যমন্ত্রী

সংগৃহীত ছবি

অসৎ ব্যবসায়ীদের দ্রব্যের দাম বাড়াতে উৎসাহিত করছে বিএনপি: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিএনপি আগে থেকে রমজানে দ্রব্যের দাম বৃদ্ধির কথা বলে অসৎ ব্যবসায়ীদের দাম বাড়াতে উৎসাহিত করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মেসদুপইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন।  

হাছান মাহমুদ বলেন, ‘রমজান এখনো আসেনি। এর আগে দাম বৃদ্ধির কথা বলে বিএনপি জনগণকে দুর্ভোগে ফেলতে চায়।

’ 

বিএনপির কর্মসূচিকে ঘিরে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ রাজপথের দল। কাউকে রাজপথ ইজারা দেয়নি। তারা সন্ত্রাস করে, আগুন দিয়ে নৈরাজ্য করে। ইউপিতে পদযাত্রার নামে  সন্ত্রাস করেছে।

অস্ত্র উঁচিয়ে পদযাত্রা করেছে। এসব নৈরাজ্য ঠেকাতে আওয়ামী লীগ মাঠে রয়েছে। যেকোনো নৈরাজ্য কঠোরভাবে প্রতিহত করা হবে। ’ 

ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপনে সহযোগিতা করেছে ফ্রান্স। আরেকটি অবজারভেশন স্যাটেলাইটের পরিকল্পনা করা হচ্ছে। সে ক্ষেত্রেও সহযোগিতা করবে ফ্রান্স। উন্নয়ন কার্যক্রম ও জলবায়ু পরিবর্তনের অভীঘাত মোকাবেলায় সহযোগিতা করবে দেশটি। ’

news24bd.tv/ইস্রাফিল