টেনিস ছেড়ে ক্রিকেটে সানিয়া মির্জা

সংগৃহীত ছবি

টেনিস ছেড়ে ক্রিকেটে সানিয়া মির্জা

অনলাইন ডেস্ক

টেনিস কোর্টকে বিদায় বলেছেন কিছুদিন হলো। তবে অলস সময় কাটানোর যেন কোনো ইচ্ছে নেই ভারতের কিংবদন্তি টেনিস খেলোয়াড় সানিয়া মির্জার। ভারতের প্রথম উইমেন্স প্রিমিয়ার লিগে (নারী আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মেন্টরের ভূমিকায় দেখা যাবে তাকে।

ক্রিকেটের সঙ্গে সানিয়ার পরিচিতি অনেক দিনের।

তার স্বামী পাকিস্তানের প্রখ্যাত ক্রিকেটার শোয়েব মালিক। সেই কারণেই কি-না ক্রিকেটের প্রতি এই টেনিস কন্যার রয়েছে আলাদা টান। বুধবার সানিয়ার বেঙ্গালুরুর নারী দলের সঙ্গে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্জাইজি কর্তৃপক্ষ।

নারীদের আইপিএলে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত তিনি, ‘আমি কিছুটা বিস্মিত, তবে উচ্ছ্বসিতও।

আমি তরুণ ওই নারী ক্রিকেটারদের জানাতে চাই যে, ক্রীড়াঙ্গন তাদের ক্যারিয়ারের প্রথম পছন্দ হতে পারে। পরবর্তী প্রজন্মকে জানাতে চাই যে, যত বাধাই আসুক নিজের ওপর বিশ্বাস রাখলে লক্ষ্য অর্জন সম্ভব। ’

সানিয়া টেনিসের লোক, ক্রিকেটে তার কাজ কী? টেনিস ক্যারিয়ারের দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতার সাথে ক্রিকেটীয় কলাকৌশলের বাইরের বিষয় নিয়ে স্মৃতি মান্ধানা, রিচা ঘোষ, রেণুকা সিংদের সাহায্য করবেন সানিয়া। চাপ সামলানোর উপায়ই বাতলে দেবেন তিনি।

সানিয়া বলেন, ‘আমি তাদের মানসিক দিক নিয়ে কাজ করবো। আমার ২০ বছরের অভিজ্ঞতার কথা জানিয়ে তাদের মানসিক স্থিতিশীলতা, বিশ্বাস আনতে চেষ্টা করবো। একমাত্র ভারতীয় হিসেবে বহুবছর টেনিস খেলা একাকিত্বের মতো ছিল, তবে চাপ ছিল অনেক, আমি তাদের সহায়তা করতে পারার ব্যাপারে আশাবাদী। ’

প্রথম উইমেন্স প্রিমিয়ার লিগে সবচেয়ে দামি ক্রিকেটার রয়েছে বেঙ্গালুরুর ডেরায়। বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্সের মতো তারকারা রয়্যালদের হয়ে দীর্ঘদিন ধরে খেললেও ট্রফি না জেতার আক্ষেপটা নারী দল দিয়ে পূরণ করতে চায় আরসিবি। এখন অপেক্ষা ছয়টি গ্র্যান্ড স্লামজয়ী সানিয়া মেন্টর হিসেবে রিচা, স্মৃতিদের কতটা কাজে লাগতে পারেন।

news24bd.tv/সাব্বির