তুরস্কের ভূমিকম্পে ২২ মরদেহ উদ্ধার করলো বাংলাদেশি সেনারা

তুরস্কের ভূমিকম্পে ২২ মরদেহ উদ্ধার করলো বাংলাদেশি সেনারা

প্রেস বিজ্ঞপ্তি

সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ২২টি মরদেহ উদ্ধার করেছে দেশটিতে অবস্থান করা বাংলাদেশ সেনাবাহিনীর সম্মিলিত উদ্ধারকারী দল।

স্থানীয় সময় বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটা পর্যন্ত এ কার্যক্রমে এই ২২ মরদের উদ্ধার করা হয়। এসময় জীবিত একজনকে উদ্ধার করতে সমর্থ হন বাংলাদেশের সেনারা।

এদিকে ভূমিকম্পের ১২২ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচে থেকে এক নারীকে জীবিত উদ্ধারের দাবি করা হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত ৬ ফেব্রুয়ারি সিরিয়া ও তুরস্কে ভূমিকম্পের পর দুই দেশে এখন পর্যন্ত ৪১ হাজারের বেশি মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শত শত বাড়ি। বর্তমানে সেসব এলাকায় বসবাসরত মানুষের দুর্দশা ও করুণ চিত্রসহ নানান খবর সামনে আসছে।

news24bd.tv/FA