মেট্রোরেলে বিপিএল ট্রফি
মেট্রোরেলে বিপিএল ট্রফি

সংগৃহীত ছবি

মেট্রোরেলে বিপিএল ট্রফি

অনলাইন ডেস্ক

দেখতে দেখতে শেষের পথে বাংলাদেশের প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ফাইনাল। আগামীকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) মিরপুরে সিলেট স্ট্রাইকার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ানস লড়বে শিরোপা লড়াইয়ে। তার আগে আজ হয়ে গেল ট্রফি নিয়ে দুই দলের ফটোসেশন।

ফাইনালের আগে ট্রফি হাতে দুই অধিনায়কের ছবি তোলার রেওয়াজ বেশ পুরোনো।

তবে বিপিএল ফাইনালের আগে ট্রফি হাতে কুমিল্লা-সিলেটের ফটোসেশনে দেখা গেল এক অন্যরকম ভিন্নতা। ট্রফি হাতে নিয়ে এবার কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস ও সিলেটের প্রতিনিধি মুশফিকুর রহিম ছবি তুলেছেন মেট্রোরেলে। ওই ছবি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেন ইমরুল।

সাধারণত দুই দলের অধিনায়ক ট্রফি হাতে ফটোসেশনে অংশ নেয়।

তবে আজ ইমরুলের সঙ্গে দেখা যায়নি সিলেট অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। জানা গেছে, ব্যক্তিগত কারণেই ফটোসেশনে উপস্থিত ছিলেন বিপিএল ইতিহাসের সফলতম অধিনায়ক।

মেট্রোরেল প্রকল্প বাংলাদেশের বহুদিনের স্বপ্ন। গত বছরের ডিসেম্বরে এটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেই বিপিএল ট্রফি হাতে দুই দলের ছবি তোলার ব্যবস্থা করে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে দুই দলের মাঠের লড়াই। সিলেট স্ট্রাইকার্স লিগ পর্বে সেরা হয়ে পা রাখে প্লে-অফে। প্রথম কোয়ালিফায়ারে তাদের হারায় কুমিল্লা ভিক্টোরিয়ানস। এরপর দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে হারিয়ে তারা উঠেছে ফাইনালে।

news24bd.tv/সাব্বির