'শেখ হাসিনার সরকারের প্রতি ভারতের পূর্ণ সমর্থন রয়েছে'

'শেখ হাসিনার সরকারের প্রতি ভারতের পূর্ণ সমর্থন রয়েছে'

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব এবং তার সরকারের প্রতি ভারতের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব জানান। এসময় কোয়াত্রা বলেন, ভারতের সাথে বাংলাদেশের লাইন অব ক্রেডিটের আওতায় যে ঋণ চুক্তি, তার অর্থছাড় প্রকৃিয়া আরও সহজ ও উন্নত করতে উদ্যোগ নিয়েছে ভারত।

এসময় আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য জি-টোয়েন্টি সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে আমন্ত্রণ জানান তিনি।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেন, ভারত বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। ভবিষ্যতে দুই দেশের বন্ধুত্ব আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে দুপুরে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যোগ দেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা।

news24bd.tv/FA