শেরপুরে কৃষকের জন্য বরাদ্দ করা ১৬০ বস্তা সার উদ্ধার
শেরপুরে কৃষকের জন্য বরাদ্দ করা ১৬০ বস্তা সার উদ্ধার

শেরপুরে কৃষকের জন্য বরাদ্দ করা ১৬০ বস্তা সার উদ্ধার

শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে শেরপুর জেলার জন্য বরাদ্দকৃত ১৬০ বস্তা (৮ টন) এমওপি (মিউরেট অব পটাশ) সার উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে পৌরশহরের ধারা রোড এলাকায় সার উদ্ধার করেন নালিতাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, নালিতাবাড়ী পৌরশহরের উত্তর বাজার এলাকার সুমন নামে এক ব্যক্তি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তিনআনিবাজারের এক দোকান থেকে ১৬০ বস্তা এমওপি সার অধিক লাভের আশায় পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় নিয়ে যাচ্ছিলেন। পরে নালিতাবাড়ী শহরের ধারা রোডে ট্রলিযোগে হালুয়াঘাট যাওয়ার সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেন ট্রলিভর্তি সার দেখে ট্রলি থামিয়ে চালকের সাথে কথা বললে চালক সার হালুয়াঘাট নিয়ে যাচ্ছেন বলে জানান।

পরে চালক সার পরিবহনের বৈধ কাগজ দেখাতে না পারায় ও নিয়ম অনুযায়ী এক জেলার বরাদ্দকৃত সার অন্য জেলায় বা উপজেলা নেওয়ার নিয়ম না থাকায় সারগুলো উদ্ধার করে কৃষি অফিসে নিয়ে জমা রাখা হয়।

সারের মালিক সুমনের সাথে মুঠোফোনে কথা বললে তিনি পরে দেখা করার কথা জানান।

আটকের ব্যাপারে জানতে চাইলে নালিতাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, সার পরিবহনের বৈধ কাগজ পত্র না থাকায় সার আটক করা হয়েছে। পরবর্তীতে উপজেলা বীজ ও সার মনিটরিং কমিটি আটককৃত সারের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

news24bd.tv/তৌহিদ