ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ১০ লাখ ডলার দিচ্ছে ফিফা

প্রতীকী ছবি

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ১০ লাখ ডলার দিচ্ছে ফিফা

অনলাইন ডেস্ক

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মারা গেছেন ৪৫ হাজারেরও বেশি মানুষ। তবে ক্ষতিগ্রস্তের সংখ্যা এখনো অগণিত। সেই সব মানুষদের জন্য ১০ লাখ ডলার (প্রায় সাড়ে ১০ কোটি টাকা) দিচ্ছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।

গত ৬ ফেব্রুয়ারি ৭.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী এলাকা।

কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে জায়গাটি। চারিদিকে কেবলই ধ্বংসস্তূপ ছাড়া আর কিছু মিলছে না। প্রবল ঠাণ্ডার ফলে বারবার ব্যাহত হয়েছে উদ্ধারকাজও। এখনও বেশ কয়েক হাজার মানুষের মৃতদেহ ধ্বংসস্তূপের নীচে চাপা থেকে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
গৃহহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ।

এক বিবৃতিতে ফিফা জানায়, ‘তুর্কি ফুটবল ফেডারেশন (টিএফএফ) ও সিরিয়া ফুটবল ফেডারেশন (এসএফএ) এর সঙ্গে ফিফা সহযোগিতা বজায় রাখবে। পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়ার সময় পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। ’  

এদিকে গত শুক্রবার ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ পাউন্ড অনুদান দেওয়ার ঘোষণা করেছিল। এছাড়া উয়েফা এবং উয়েফা ফাউন্ডেশন ফর চিলড্রেন তুরস্ক ও সিরিয়ায় প্রাথমিকভাবে ২ লাখ ইউরো সহায়তা করেছে।

news24bd.tv/কামরুল