বসুন্ধরার কম্বল পেল আরও ৬ শতাধিক পরিবার

বসুন্ধরার কম্বল পেল আরও ৬ শতাধিক পরিবার

অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জের বন্দরে অসহায় ও দুস্থদের মাঝে আরও ছয় শতাধিক কম্বল বিতরণ করেছে কালের কণ্ঠ শুভসংঘ নারায়ণগঞ্জ জেলা। শনিবার (১৮ ফেব্রুয়ারি) মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব কম্বল বিতরণ করা হয়। এ নিয়ে এ বছর সারা দেশে বসুন্ধরা গ্রুপের দেওয়া ১৮ হাজার কম্বল বিতরণ করল শুভসংঘ।  

কম্বল পেয়ে উপকারভোগীরা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, এমডি ও তাঁদের পরিবারের জন্য দোয়া করেছেন।

 এ কর্মসূচির মাধ্যমে এ বছরের কম্বল বিতরণ কার্যক্রম শেষ হয়েছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত মদনগঞ্জের নানা শ্রেণি-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিল। কম্বল বিতরণে উপস্থিত ছিলেন শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোখলেছুর রহমান চৌধুরী, বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের হেড অব প্লান্ট কে এম মোসফেকুল আলম, চিফ ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য আমজাদ হোসেন, সাবেক ব্যাংকার আশ্রাফউদ্দিন মোল্লা, আলী আকবর, আওয়ামী লীগ নেতা আনোয়ার চৌধুরী, রবি হোসেন, মিল্লাত হোসেন, জেলা শুভসংঘের সহসভাপতি তারেক আকরাম প্রমুখ।

কম্বল নিতে আসা ষাটোর্ধ্ব কুলসুম বেগম বলেন, ‘বসুন্ধরারে অনেক দোয়া।

তাগোরে যেন আল্লায় ভালা রাখে। ’

লাঠিতে ভর দিয়ে আসা সুরুজ মিয়া (৭০) বলেন, ‘এই পরথম কেউ আমারে কম্বল দিল। এইডা থুইয়া দিমু, যেন সামনের শীতেও গায় দিতে পারি। ’

মাদরাসাছাত্র শহীদুল ইসলাম (১২) জানায়, ‘যারা আমাগো এই কম্বল দিল, তাগোর জন্য হাত তুইলা অনেক দোয়া করি। আল্লায় যেন সব সময় হেগো সাহায্য করার তৌফিক দেয়। ’

প্রতিবন্ধী আকাশ দেওয়ান (২১) বলেন, ‘দুইডা পা-ই অচল। হাতে ভর দিয়া চলি। যদিও শীত প্রায় চইলা গেছে, তবু যা পাইছি তার জন্য হাজার শোকর। এর জন্য বসুন্ধরা গ্রুপরে ধন্যবাদ জানাই। ’

শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান জানান,  আজকের এই ৬০০টি নিয়ে এ বছর সারা দেশে বসুন্ধরা গ্রুপের মোট ১৮ হাজার কম্বল বিতরণ করা হলো। দেশের শীতপ্রধান উত্তরাঞ্চলে শুভসংঘের মাধ্যমে এই কম্বল বিতরণ শুরু হয়। শেষ হলো নারায়ণগঞ্জ বন্দরের মাধ্যমে। তিনি বলেন, ‘বসুন্ধরার কম্বল পেয়ে উপকারভোগী অনেকেই আনন্দে উদ্বেলিত। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে। আর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও এমডি সায়েম সোবহান আনভীর স্যারের জন্য দুই হাত তুলে প্রাণভরে দোয়া করেছেন। ’ তিনি জানান, এই শুভ কাজ আগামী দিনেও অব্যাহত থাকবে।

news24bd.tv/ইস্রাফিল