খুন-ধর্ষণে নাটোরে তিনজনের যাবজ্জীবন

নাটোরে খুনের দায়ে দুই, ধর্ষণে একজনের যাবজ্জীবন

খুন-ধর্ষণে নাটোরে তিনজনের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি

নাটোরে আরমান হত্যা মামলায় আব্দুল আলিম (৩০) ও সুমন (৩২) আলী নামে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপরে নাটোরের জেলা ও দায়রা জজ রেজাউল করিম এ রায় দেন। রায়ে অপর তিনজনকে খালাস দেওয়া হয়েছে।

নাটোর কোর্টের পিপি সিরাজুল ইসলাম জানান, ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর নাটোর সদর উপজেলার তেবাড়িয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম বাবুলের ছেলে আরমান আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় অভিযুক্তরা।

একদিন পর তার লাশ একই উপজেলার রামনগর এলাকার একটি বাঁশঝাড় থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বিচারক এ রায় দেন।
 
 এদিকে ২০০৮ সালে ইতি নামের একটি মেয়েকে ধর্ষণের অভিযোগে সদর উপজেলার জংলী এলাকার আলাল হোসেন (২৮)-কে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন মেয়েটির পিতা সাইবুল্লাহ।
যুক্তিতর্ক শেষে আজ দুপুরে নারী ও শিশু টাইব্রনাল আদালতের বিচারক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০হাজার টাকা জরিমানা করেন। নাটোর কোর্টের এপিপি সাজাহান কবির বিষয়টি নিশ্চিত করেন।

সম্পর্কিত খবর