সোমবার সারাদেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

সংগৃহীত ছবি

সোমবার সারাদেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক

সারাদেশে আগামী সোমবার (২০ ফেব্রুয়ারি) শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সিটি কর্পোরেশন, জেলা, উপজেলায় এই ক্যাম্পেইন চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

রোববার (১৯ ফেব্রুয়ারি) এক সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের ব্যাপারে অভিভাবকরা যাতে সচেতন হোন এজন্য গেল কয়েকদিন সারাদেশে ক্যাম্পেইন করেছে সরকার। দুটি রঙ এর ক্যাপসুল খাওয়ানো হবে।

৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

মন্ত্রী বলেন, এ বছর ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ লাখ শিশুকে লাল রঙ এর ক্যাপসুল খাওয়ানো হবে। আর ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ কোটি ২৫ লাখ শিশুকে নীল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে। সব মিলিয়ে প্রায় ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এ জন্য শিশুদের ভরাপেটে কেন্দ্রে নিয়ে আসতে হবে। জোর করে কোন শিশুকে ক্যাপসুল খাওয়ানো যাবে না। অসুস্থ বা ৬ মাসের কম বয়সী শিশুদের ক্যাপসুল খাওয়ানো যাবে না বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী। সারাদেশে ১ লাখ ২০ হাজার কেন্দ্রে ক্যাপসুল খাওয়ানো হবে।

news24bd.tv/FA