আলোচিত তানু হত্যা মামলায় তিনজনের ফাঁসি

প্রতীকী ছবি

আলোচিত তানু হত্যা মামলায় তিনজনের ফাঁসি

রতন মাহমুদ • শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের ধানুকায় আলোচিত সামছুরন্নাহার তানু হত্যার দায়ে তিনজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। আজ বুধবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক আব্দুস ছালাম খান এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সদর উপজেলার মধ্য চরোসুন্ধি গ্রামের আব্দুল কাদের তালুকদারের ছেলে রেজাউল করিম সুজন তালুকদার, মজিবুর রহমান পেদার ছেলে সাইফুল ইসলাম পেদা ও  ও  আব্দুল মান্নান মাতুব্বরের ছেলে দুলাল মাতুব্বর। এর মধ্যে রেজাউল করিম সুজন পলাতক রয়েছেন।

২০১৪ সালের ১৮ আগষ্ট শরীয়তপুর সদর উপজেলার ধানুকা গ্রামে বিলের ভিতরে তানুকে ধর্ষণ ও হত্যা করে লাশ কচুরিপানার ভিতর গুম করে রাখা হয়। এ ঘটনায় ২২ আগষ্ট সুজনকে আটক করে পুলিশ। পরে তার দেয়া জবানবন্দিতে বেরিয়ে আসে এ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা। এ হত্যার ঘটনায় তানুর ভাসুর বাদী হয়ে মামলা করলে আজ এ মামলার রায় দেন আদালত।

NEWS24▐ রতন▐ কামরুল

সম্পর্কিত খবর