ধরলার ভাঙন প্রতিরোধে মানববন্ধন

ধরলা নদীর ভাঙন প্রতিরোধে মানববন্ধন করছে ভোগডাঙ্গা ইউনিয়নবাসী

ধরলার ভাঙন প্রতিরোধে মানববন্ধন

হুমায়ুন কবির সূর্য্য ○ কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নে ধরলা নদীর ভাঙন প্রতিরোধে মানববন্ধন করছে এলাকাবাসী। আজ (১২ সেপ্টেম্বর, বুধবার) সকালে ৬ গ্রামের মানুষ নদী রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে ভাঙন কবলিত এলাকায় মানববন্ধন করে।  

মানববন্ধনে বক্তারা নদী ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান। ধরলা নদী তীরবর্তী নানকার, হাওয়ার ঢেকি, বাবুর ভিটা, নন্দ দুলালের ভিটা, চর বড়াই বাড়ি, ভোগডাঙ্গা মডেল কলেজ পাড়াসহ মোট ১৬টি গ্রামে গেল ৫ বছর ধরে অব্যাহতভাবে ভাঙনে স্কুল, মাদ্রাসা, মসজিদসহ শত শত বসতবাড়ি নদী-গর্ভে বিলীন হয়ে গেছে।

news24bd.tv
কুড়িগ্রামের ১৬টি গ্রাম ধরলা নদীর গর্ভে হারিয়ে যাচ্ছে

মানববন্ধনে অংশগ্রহণকারীদের একজন বলেন, ‘আমরা রিলিফ চাই না। নদী শাসন চাই, নিরাপদ জীবন চাই। সরকারের নিকট আমাদের নিবেদন, তারা যেন দ্রুততম সময়ের মধ্যে ধরলার ভাঙন রোধে কাজ শুরু করে। ’

 

সূর্য্য▐ অরিন▐ NEWS24

সম্পর্কিত খবর