পা মচকালো নেইমারের, কেঁদে কেঁদে ছাড়লেন মাঠ

সংগৃহীত ছবি

পা মচকালো নেইমারের, কেঁদে কেঁদে ছাড়লেন মাঠ

অনলাইন ডেস্ক

আবারও ভয়ঙ্কর চোটের কবলে নেইমার। আজ রোববার লিগ ম্যাচে লিলের বিপক্ষে ৫০ মিনিটে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে তাকে। বাঁ পায়ের গোড়ালি মচকে গেছে তার।

টানা তিন হারের পর জয়ের খোঁজে আজ লিলের বিপক্ষে লিগ আঁ'র ম্যাচ খেলতে নামে পিএসজি।

শুরুর একাদশেই ছিলেন নেইমার। ১৭ মিনিটে গোলও পান এই ব্রাজিলিয়ান তারকা। তার ও এমবাপ্পের গোলে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি।

বিরতি থেকে ফিরতেই ভয়াবহ চোটের শিকার হন নেইমার।

বেনজামিন আন্দ্রের ট্যাকেলে পায়ের গোড়ালি মচকে যায় তার। শুরুতে রেফারি ফাউলের আবেদনে সাড়া না দিলেও পরে দেখা যায় নেইমার মাটিতে লুটিয়ে পড়ে ব্যথায় কাতরাচ্ছেন। বাধ্য হয়েই খেলা বন্ধ করতে হয় রেফারিকে। এরপর পিএসজির মেডিকেল টিম আসে মাঠে। নেইমারকে দেওয়া করে প্রাথমিক চিকিৎসা। তবে চোট গুরুতর দেখেই নেইমারকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয় মাঠের বাইরে।

খেলা চলাকালীন রিপ্লেতে দেখা গেছে, নেইমারের গোড়ালি পুরোপুরি মচকে গেছে। এরকম ইনজুরিতে সচরাচর তিন মাস পর্যন্ত থাকতে হয় মাঠের বাইরে। স্ট্রেচারে করে মাঠ ছাড়ার সময় নেইমারের কান্নাও দিচ্ছিল না ভালো কিছুর ইঙ্গিত।

news24bd.tv/সাব্বির