রাজধানীর গুলশানের আগুনে দগ্ধ হয়ে সাইমা রহমান সিনহা (৩৭) নামের এক নারী শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। আগুন লাগার পর ভবনের ১২তলা থেকে সুইমিংপুলে লাফিয়ে পড়েন তিনি।
রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে ওই নারীকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
আরও পড়ুন...গুলশানের আগুনে নিহত যুবকের পরিচয় মিলেছে
এর আগে সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটের দিকে ওই ভবনে আগুন লাগে।
গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর সড়কে আগুন লাগা ১২ তলাবিশিষ্ট আবাসিক ভবনে ২৬টি ফ্ল্যাট ছিল। এর মধ্যে ২৩ ফ্ল্যাটে মানুষ ছিল।
আরও পড়ুন...গুলশানে আগুনের ঘটনায় তদন্ত কমিটি
রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, আমাদের ফায়ার ফাইটাররা ভবনের ভেতরে প্রবেশ করেছেন। তারা এখন উদ্ধারকাজ করছেন। তারা ভবনের প্রতিটি তলায় পরীক্ষা করছেন। কেউ আটকে আছে কি না সেগুলো দেখা হচ্ছে। আটকে থাকলে তাদের উদ্ধার করা হবে।
তিনি বলেন, আমরা ২৩ জনকে জীবিত উদ্ধার করেছি। এর মধ্যে একজন নবজাতক রয়েছে। আগুন নিয়ন্ত্রণে দীর্ঘ সময় লাগার বিষয়ে তিনি বলেন, এখানে পানির ব্যবস্থা ছিল না। ফলে আমাদের নিয়ন্ত্রণ করতে কিছুটা সময় লেগেছে।
news24bd.tv/ইস্রাফিল