বিশ্বকাপের শেষ ম্যাচের আগে যা বললেন বাংলাদেশ অধিনায়ক 

সংগৃহীত ছবি

বিশ্বকাপের শেষ ম্যাচের আগে যা বললেন বাংলাদেশ অধিনায়ক 

অনলাইন ডেস্ক

নারী টি২০ হারের বৃত্ত থেকে বের হতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। ‘এ’ গ্রুপে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কাছে হেরে আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে নিগার সুলতানাদের। আজ মঙ্গলবার নিয়মরক্ষার ম্যাচে বাঘিনীদের প্রতিপক্ষ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। শেষ ম্যাচটিতে জয়ের কিছুটা হলেও সুযোগ আছে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে অন্তত একটি জয়ের লক্ষ্যের কথা জানিয়েছিলেন নিগার সুলতানা। শেষ ম্যাচের আগে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘পারলাম না। কিন্তু এখনো সুযোগ শেষ হয়নি, শেষ একটা ম্যাচ যেহেতু হাতে আছে। ’

নিগারদের জন্য ম্যাচটা আনুষ্ঠানিকতার হলেও প্রোটিয়াদের জন্য বাঁচা-মরার।

দক্ষিণ আফ্রিকার সামনে আছে সেমিফাইনালে যাওয়ার সমীকরণ। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমার কাছে মনে হয়, দক্ষিণ আফ্রিকা একটু চাপে আছে। আমরা ওভাবে চাপে নেই। চাপহীন ক্রিকেট যদি আমরা খেলতে পারি, এই ম্যাচটি ভালো খেলবে পারব। ’

নিগার  সুলতানা আরো বলেন, ‘দল ভালো করতে পারেনি, সেটা আমরা জানি। ব্যক্তিগত পারফরম্যান্স দু-একটি থাকলেও দল হিসেবে ভালো খেলতে পারিনি। দল হিসেবে পারফর্ম করতে না পারলে ম্যাচ জেতা একটু কঠিন হয়ে যায়। ’

news24bd.tv/সাব্বির