'প্রয়োজনে মেগা প্রজেক্টগুলো বন্ধ করে মানুষের খাদ্য চাহিদা মেটান'

ফাইল ছবি

'প্রয়োজনে মেগা প্রজেক্টগুলো বন্ধ করে মানুষের খাদ্য চাহিদা মেটান'

নিজস্ব প্রতিবেদক

সাধারণ মানুষের খাদ্য চাহিদা মেটাতে রেশন কার্ডের ব্যবস্থা করার দাবি জানিয়েছে জাতীয় পার্টি। মঙ্গলবার বিকেলে বনানী জাতীয় পার্টির কার্যালয়ে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানান দলটির চেয়ারম্যান জিএম কাদের।

তিনি বলেন, প্রয়োজনে দেশের মেগা প্রজেক্টগুলো বন্ধ করে হলেও মানুষের খাদ্য চাহিদা মেটাতে সরকারের উদ্যোগ নেয়া উচিৎ। এরশাদের পর কোনো সরকার গণতন্ত্র রক্ষা করেনি।

আর এখন দেশ একনায়ক তন্ত্রে পরিণত হয়েছে।

সরকারের সমালোচনা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব হলেও, তা করতে পারছে না বলে মনে করেন জাপা চেয়ারম্যান। তিনি বলেন, এখন সরকারের বিরুদ্ধে কথা বললে, সমালোচনা করলেই সেটা রাষ্ট্র বিরোধী তকমা লাগিয়ে দেয়া হয়। যার ফলে রাষ্ট্র এখন সরকার দলের মতই আচরণ করছে বলেও অভিযোগ করেন জাতীয় পার্টির এই নেতা।

news24bd.tv/FA