মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে নির্যাতন!

সংগৃহীত ছবি

মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে নির্যাতন!

চট্টগ্রামের হাটহাজারীতে আহমেদ হোসেন নামে এক বীর মুক্তিযোদ্ধাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্যাতনের ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত আলম বলেন, ‘প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে গত ১৫ ও ১৭ ফেব্রুয়ারি দুই দফা নির্যাতনের শিকার হন এ বীর মুক্তিযোদ্ধা। ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে আহমেদ হোসেনের বাড়িতেই এ ঘটনা ঘটে।

আমি তার বাড়ি গেয়েছি। এ বিষয়ে পরে বিস্তারিত জানা যাবে। ’

স্থানীয়রা জানান, মো. লোকমান নামে এক প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে আহমেদ হোসেন এমন বর্বরতার শিকার হন। দুবার হামলার শিকার হয় এ মুক্তিযোদ্ধার পরিবার।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম গণমাধ্যমকে বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। এ নিয়ে আমরা মর্মাহত। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারকে নিয়ে আমি আহমেদ হোসেনের বাড়ি যাচ্ছি। ’

এ বিষয়ে আহমেদ হোসেন বলেন, ‘আমার বাড়ির সীমানার কিছু জায়গা প্রতিবেশী লোকমান নিজের বলে দাবি করে আসছে। গত ১৫ ফেব্রুয়ারি সে আমার বসতঘরের সামনে দেয়াল তুলে দেওয়ার চেষ্টা করে। বাধা দেওয়ায় লোকমান ও তার ছেলেরা আমাকে ও আমার স্ত্রী মেয়েকে মারধর করে। আমরা ৯৯৯-এ কল করেছিলাম। পুলিশ এসে প্রথমে তাদের সরিয়ে দেয়। ’

তিনি আরও বলেন, ‘কিছুক্ষণ পর লোকমান আবার এসে বলে, পুলিশ তাকে দেয়াল নির্মাণের অনুমতি দিয়েছে। আমরা আবার থানায় গেলে পুলিশ আর আমাদের কথা শুনেনি। আমাদের বলেছে, দুপক্ষকে নিয়ে বসে এর সমাধান করে দেবে। ’ 

news24bd.tv/ইস্রাফিল