গাজীপুরে ঝুট গোডাউনে আগুন
গাজীপুরে ঝুট গোডাউনে আগুন

গাজীপুরে ঝুট গোডাউনে আগুন

অনলাইন ডেস্ক

গাজীপুরের কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। বুধবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কোনাবাড়ীর নছের মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

ডিবিএল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে নছের মার্কেটের পাশে থাকা আবু বক্করের ঝুটের গোডাউনে আগুন লাগে। ওই আগুন মুহূর্তের মধ্যে লুৎফর, লিটনসহ মোট পাঁচজনের গোডাউনে ছড়িয়ে যায়। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

ডিবিএল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মিরাজুল ইসলাম বলেন, আমরা রাত ৮টা ৫ মিনিটে আগুন লাগার খবর পাই। পরে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে। এখন জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডিবিএল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের পরিধি বড়। নিয়ন্ত্রণ আসতে কিছু সময় লাগবে। এখনো আগুন লাগার কারণ জানা যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। খুব দ্রুত আমরা নিয়ন্ত্রণের ঘোষণা করব।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক