বগুড়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪
বগুড়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪

সংগৃহীত ছবি

বগুড়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪

বগুড়া প্রতিনিধি

বগুড়ার মাদলা সুজাবাদ এলাকায় ২য় বাইপাস সড়কে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

উত্তেজিত জনতা বাসে অগ্নিসংযোগ করে, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে প্রেরণ করেন। বৃহস্পতিবার বেলা পৌনে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস বগুড়ার সহকারী পরিচালক খন্দকার আব্দুল জলিল জানান, ওই সময়ে গাইবান্ধা থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস ও বগুড়া থেকে বাগবাড়ীগামী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক নারী সহ ৩ জন মারা গেছেন। এসময় অটোরিকশা চালক হযরত আলীও মারা গেছেন বলে স্থানীয়রা তাকে জানান।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক