সারা দেশে গ্রামীণফোনে নেটওয়ার্ক বিপর্যয়

সংগৃহীত ছবি

সারা দেশে গ্রামীণফোনে নেটওয়ার্ক বিপর্যয়

অনলাইন ডেস্ক

দেশের মোবাইল ফোন নেটওয়ার্ক অপারেটর গ্রামীণফোনে নেটওয়ার্ক বিপর্যয় দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে এই বিপর্যয় দেখা যায় বলে জানান গ্রাহকরা। বিষয়টি নিশ্চিত করেছেন গ্রামীণফোনের প্রধান গণসংযোগ কর্মকর্তা খাইরুল বাশার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক নোটিশে গ্রামীণফোন লিখেছে, 'ফাইবার অপটিক ক্যাবল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।

দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে। '

এ বিষয়ে গ্রামীণফোনের এক কর্মকর্তা জানান, আজ সকালে হঠাৎ করেই এই অভিযোগ আসে। পরে দেখা যায়, একই সময়ে টাঙ্গাইল ও সিরাজগঞ্জের ৪টি ভিন্ন স্থানে ফাইবার ক্যাবল কাটা পড়ার কারণে এই নেটওয়ার্ক বিপর্যয় দেখা দিয়েছে।

এদিকে বিটিআরসি'র ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশনস বিভাগ (ইএন্ডও) থেকে গ্রামীণফোনকে নেটওয়ার্ক দ্রুত পুনর্বহাল করতে এবং নেটওয়ার্ক বিঘ্ন হওয়ার কারণ জানাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

 

গ্রাহকদের অভিযোগ, সকাল সাড়ে ১১টা থেকেই তারা গ্রামীণফোনে নেটওয়ার্ক পাচ্ছেন না।  

news24bd/আজিজ