নোয়াখালী চরজব্বরে মাদ্রাসার দশম শ্রেণির (দাখিল পরীক্ষার্থী) এক ছাত্রী (১৬) কে অপহরণের অভিযোগে চরজব্বর থানায় ভিকটিমের পিতা আবদুল মন্নান বাদী হয়ে বৃহস্পতিবার সকালে মামলা দায়ের করেছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আবদুর রহিম ও সিরাজ নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে।
স্থানীয় চর রশিদ এক মসজিদের মুয়াজ্জম আবদুল করিম কৌশলে অপহরণ করে নিয়ে যায়। গত মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেব প্রিয় দাস সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মেয়ের পিতা বাদী হয়ে থানায় মামলা করেছে।
news24bd.tv/কামরুল