বিনোদন জগতে উরফি আযাদ এক ভাইরাল নাম। সোশ্যাল মিডিয়ায় দীপিকা, ক্যাটরিনাদের চেয়ে বেশি জনপ্রিয় তিনি। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পোশাক পরে তিনি সবার আলোচনার কেন্দ্র বিন্দুতে। বর্তমানে তার ব্যক্তিত্ব অনন্য উচ্চতায় গেলেও অতীতটা খুব মসৃণ ছিল না।
খোলাখুলি কথা বলার জন্য বারবার বিতর্কের কেন্দ্রে আসেন উরফি, তবে কোনো বিতর্ককে পাত্তা দেন না । কারণ জীবনটা নিজের মত এনজয় করতে চান।
শিশুকালে উরফির জীবনের ত্রাস ছিল তার বাবা। লখনউয়ের রক্ষণশীল পরিবারে জন্মানোটাই অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল উরফির কাছে। তার কথায়, বাবা আমাদেরকে প্রচণ্ড মারধর করত। আমার মাকেও মারত, আর গালিগালাজ করাটা তো রোজকার ঘটনা ছিল। বেশ কয়েকবার আমি আত্মহত্যার চেষ্টা করেছিলাম।
বাড়ি থেকে বাইরে বের হওয়ার অনুমতি ছিল না, সেই কারণে সময় কাটাতে টেলিভিশনে নজর রাখতেন উরফি। উরফি জানান, ছোটবেলায় অর্থাভাব আমার সঙ্গী ছিল। সেইসময় হাতে পয়সা থাকত না।
তখন থেকে আমার মনে হতো কোনো পুরুষের পেছনে নয়, মেয়েদের উচিত টাকার পেছনে ছোটা।
নিজেকে গণ্ডির মধ্যে বেঁধে রাখতে চাননি উরফি। শরীর নিয়ে কোনো মাথা ব্যথা নেই তার। তার বোল্ড ফ্যাশন স্টেটমেন্ট দেখলে রক্ষণশীলদের চোখ কপালে উঠত।
news24bd.tv/তৌহিদ