ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক রাশেদ খান মেনন বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট করবে না ওয়ার্কার্স পার্টি। নিজেদের প্রতীকেই নির্বাচনে অংশ নিবেন।
শনিবার দুপুর ২টায় শুরু হওয়া রাজশাহীর মাদরাসা মাঠে ওয়ার্কার্স পার্টির রাজশাহী বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় তিনি আরও বলেন, আমরা বলেছি কৃষক-শ্রমিকদের কষ্ট লাঘবে রেশনের ব্যবস্থা করতে।
জনগণের দুর্ভোগ নিরসন ও মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক জনগণতান্ত্রিক আধুনিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।