হ্যাটট্রিকে ‘হেক্সা’ জয় অস্ট্রেলিয়ার

সংগৃহীত ছবি

হ্যাটট্রিকে ‘হেক্সা’ জয় অস্ট্রেলিয়ার

অনলাইন ডেস্ক

রেকর্ড ষষ্ঠবারের মতো নারী টি২০ বিশ্বকাপের শিরোপা জিতলো অস্ট্রেলিয়া। আজ রোববার (২৬ ফেব্রুয়ারি) কেপটাউনের নিউল্যান্ডসে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে হারিয়ে হেক্সা মিশন সম্পন্ন করেছে হিলি-পেরি-ল্যানিংরা। এদিকে, এটি অস্ট্রেলিয়ার টানা তৃতীয় নারী বিশ্বকাপ জয়। অর্থাৎ, হ্যাটট্রিকে হেক্সা জিতলো অসি নারী ক্রিকেট দল।

আজ প্রথম নারী টি২০ বিশ্বকাপের খোঁজে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রানের বড় পুঁজিই পায় অস্ট্রেলিয়া। সেই জবাব দিতে নেমে স্বাগতিকরাও হারায় ৬ উইকেট। তবে তাদের রানের চাকা থামে ১৩৭ রানেই। ফাইনাল সেরা হয়েছে ব্যাট হাতে ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলা বেথ মুনি।

টুর্নামেন্ট সেরার পুরস্কার পেয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যাশলে গার্ডনার।

নিউল্যান্ডসে ফাইনালে উদ্বোধনী জুটিতে ৩৬ রান তুলে ফেলে অস্ট্রেলিয়া। ওপেনার আলিসা হিলি ফিরলেও, বাকিদের নিয়ে একদম শেষ পর্যন্ত ব্যাটিং করে যান মুনি। মাঝে গার্ডনার ২৯, গ্রেস হারিস ১০, মেগ ল্যানিং ১০, এলিসা পেরি ৭ রান করে সাজঘরে ফিরে যান। তবে মুনি ৫৩ বলে ৭৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। ৯ চার আর ১ ছক্কায় ১৪০ স্ট্রাইকরেটে ব্যাটিং করেন তিনি। প্রোটিয়াদের হয়ে দুটি করে উইকেট নেন শবনম ইসমাইল, মারিজানে কাপ।

জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকার ওপেনার লরা ভোলভার্ডটও খেলেছিলেন দারুণ। তবে চোলে টাইরন বাদে আর কেউ তাকে সহযোগিতা করতে না পারায় স্বাগতিক দর্শকদের সামনে শিরোপা হারানোর আক্ষেপে পোড়ে দক্ষিণ আফ্রিকা। ভোলভার্ডট সাজঘরে ফেরার আগে করেন ৬১ রান। টাইরনের ব্যাট থেকে আসে ২৫ রান।

news24bd.tv/সাব্বির