যমুনায় বালু তোলা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ৬

যমুনায় বালু তোলা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ৬

সিরাজগঞ্জ প্রতিনিধি: 

সিরাজগঞ্জে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্যসহ ৬ জন আহত হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার এনায়েতপুরের বেতিল বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, গত এক মাস যাবত মান্নান ফকির গ্রুপের লোকজন আগে থেকে বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের যমুনা নদীর বেলীর চরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। বালু তোলা নিয়ে স্থানীয় ইউপি সদস্য লাল মিয়ার পক্ষের লোকজনের সাথে মান্নান ফকির গ্রুপের লোকজনের সঙ্গে বিরোধ চলছিল। রোববার দুপুরে ইউপি সদস্য লাল মিয়ার সঙ্গে মান্নান ফকির গ্রুপের সদস্য পিচ্চি হাফিজের ঝগড়া হয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে।

ধারালো অস্ত্রের আঘাতে ইউপি সদস্য লাল মিয়াসহ ৬ জন আহত হয়।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৯ জনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান তিনি।

news24bd.tv/কামরুল