তুরস্কে ফের ভূমিকম্পের আঘাত, নিহত অন্তত ১

ছবি: এপি।

তুরস্কে ফের ভূমিকম্পের আঘাত, নিহত অন্তত ১

অনলাইন ডেস্ক

তুরস্ক একের পর এক ভূমিকম্প আঘাত হানছে। কয়েকদিনে ব্যবধানে সোমবার দেশটির পূর্বাঞ্চলে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত একজন নিহত হয়েছে বলে জানা গেছে।

আল অ্যারাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পটি পাঁচ কিলোমিটার গভীরতায় ছিল বলে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে।

এর আগের প্রতিবেদনে ভূমিকম্পটি আরও উচ্চ মাত্রার ছিল বলে জানানো হয়েছিল। পরে তা সংশোধন করে ৫ দশমিক ২ মাত্রার বলে জানানো হয়।

প্রতিবেদনে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাতে বলা হয়, সোমবারের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মালটিয়া প্রদেশের ইয়েসিলিউর্ট শহরে। সেখানকার কয়েকটি ভবন ধসে পড়েছে বলে ইয়েসিলিউর্টের মেয়র মেহমেত সিনার হ্যাবারতুর্ক টেলিভিশনকে জানিয়েছেন।

গত ৬ ফেব্রুয়ারি দক্ষিণ তুরস্ক এবং উত্তর সিরিয়ার কিছু অংশ ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। সেই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১১টি তুর্কি প্রদেশের মধ্যে এই মালটিয়াও রয়েছে। ওই ভূমিকম্পের ফলে দুই দেশে ৫০ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর পাশাপাশি তুরস্কের এক লাখ ৭৩ হাজার ভবন ধসে পড়ে এবং গুরুতর ক্ষতির শিকার হয়।

এএফএডি'র তথ্যমতে, ৬ ফেব্রুয়ারি থেকে প্রায় ১০ হাজার ভূমিকম্প পরবর্তী কম্পন বা আফটারশক ক্ষতিগ্রস্ত অঞ্চলে আঘাত করেছে। তুরস্ক এই মাসের ভূমিকম্পে ভবন ধসের জন্য দায়ী সন্দেহে ১৮৪ জনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়াও তদন্ত চলছে বলে শনিবার একজন তুর্কি মন্ত্রী জানিয়েছেন।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক