‘মোবাইল ব্যাংকিংয়ে প্রতিদিন লেনদেন ৯৯৪ কোটি টাকা’

জাতীয় সংসদে বক্তব্য রাখছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

‘মোবাইল ব্যাংকিংয়ে প্রতিদিন লেনদেন ৯৯৪ কোটি টাকা’

নিজস্ব প্রতিবেদক

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতিদিন প্রায় ৯৯৪ কোটি টাকা লেনদেন হয় বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ (১৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

জাতীয় সংসদকে অর্থমন্ত্রী জানান, মোবাইল ব্যাংকিংয়ের বর্তমান গ্রাহক প্রায় ৬ কোটি ৪০ লাখ।

এর মধ্যে প্রায় ৩ কোটি ৬ লাখ গ্রাহক সক্রিয়ভাবে লেনদেন করছেন।

ঢাকা-১১ আসনের সংসদ সদস্য একেএম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বিগত ২০১৭-১৮ অর্থ বছরে ১৪ হাজার ৬১২ দশমিক ১৮ মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক সাহায্যের আশ্বাস পাওয়া যায়। এর মধ্যে ৬ হাজার ২৯০ দশমিক ৭৫ মিলিয়ন ডলার পাওয়া গেছে।

খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী মুহিত জানান, বর্তমানে পুঁজি বাজারে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা ৩০৬টি।

এর মধ্যে জেড ক্যাটাগরির ৪৪টি।


অরিন▐ NEWS24

সম্পর্কিত খবর