ইংল্যান্ডের বিপক্ষে সেরা তামিম-মাশরাফি 

সংগৃহীত ছবি

ইংল্যান্ডের বিপক্ষে সেরা তামিম-মাশরাফি 

অনলাইন ডেস্ক

দীর্ঘ ৬ বছর পর বাংলাদেশ সফরে এসেছে ইংল্যান্ড। দ্বিপাক্ষিক সফরে এবার সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে লড়বে বাংলাদেশ-ইংল্যান্ড। খেলবে সমান তিনটি করে ওয়ানডে ও টি২০ ম্যাচ। আজ বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে দিয়ে শুরু হচ্ছে এই সিরিজ।

ম্যাচ শুরু হবে দুপুর ১২টায়।

বাংলাদেশ-ইংল্যান্ড মাঠের লড়াইয়ে নামার আগে দেখে নেওয়া যাক ওয়ানডেতে দল দুটির কিছু পরিসংখ্যান:

ম্যাচ ২১ 
বাংলাদেশের জয় ৪ 
ইংল্যান্ডের জয় ১৭ 

দলীয় সর্বোচ্চ
বাংলাদেশ: ৩০৫/৬, ওভাল ২০১৭ 
ইংল্যান্ড: ৩৯১/৪, নটিংহাম ২০০৫ 

দলীয় সর্বনিম্ন 
বাংলাদেশ: ১৩৪/৯, ঢাকা ২০০৩ 
ইংল্যান্ড: ২০৪/১০, মিরপুর ২০১৬ 

সর্বোচ্চ ব্যক্তিগত রান
বাংলাদেশ: ৪৮৮, তামিম ইকবাল 
ইংল্যান্ড: ৬১০, অ্যান্ড্রু স্ট্রাউস

সেরা ইনিংস 
বাংলাদেশ: ১২৮, তামিম ইকবাল 
ইংল্যান্ড: ১৫৪, অ্যান্ড্রু স্ট্রাউস 

সর্বোচ্চ উইকেট 
বাংলাদেশ: ১৭, মাশরাফি বিন মর্তুজা
ইংল্যান্ড: ১২, অ্যান্ড্রু ফ্লিনটফ 

সেরা বোলিং ফিগার 
বাংলাদেশ: ৪/২৯, মাশরাফি বিন মর্তুজা 
ইংল্যান্ড: ৬/৩১, পল কলিংউড

news24bd.tv/SHS