সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে খরা। এমন পরিস্থিতিতে দেশবাসী আজ শনিবার (৭ ডিসেম্বর) বৃষ্টি প্রার্থনা করে ইসতিসকার নামাজ আদায় করবেন। আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আগেই এ নির্দেশ দেন। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সংযুক্ত আরব আমিরাতের সব মসজিদে স্থানীয় সময় ৭ ডিসেম্বর বেলা ১১টায় এ নামাজ আদায় করা হবে। ইসতিসকা শব্দের অর্থ পানি প্রার্থনা করা বা বৃষ্টির জন্য দোয়া করা। যখন অনাবৃষ্টির কারণে দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে; নদী-খাল-জলাশয় শুকিয়ে যায়; মাঠে ফসলের ক্ষতি হয়; গাছপালা, উদ্ভিদ ও তৃণলতা জীর্ণ হয়ে যায়, জীবজন্তু ও পশুপাখির কষ্টের সীমা থাকে না; এমন বিপর্যয় থেকে রেহাই পেতে তখন আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়। পরপর তিন দিন ইসতিসকার নামাজ পড়া সুন্নত। যদি এর মধ্যে বৃষ্টি হয়েও যায়, তবু তিন দিন করা উত্তম। এই তিন দিন নফল...
বৃষ্টির জন্য আজ নামাজ আদায় হবে আমিরাতে
অনলাইন ডেস্ক
মালয়েশিয়ায় অভিযান, বাংলাদেশিসহ আটক ৯৩
অনলাইন ডেস্ক
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের আমপাং জায়ার তামান দাগাংয়ের পিকেএনএস অ্যাপার্টমেন্টে পুত্রজায়া অভিবাসন বিভাগের অভিযানে ৯৩ জন আটক হয়েছেন, যাদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে এই অভিযান চালানো হয়। আটকদের মধ্যে চার মাস বয়সী শিশুও রয়েছে। প্রাথমিকভাবে তাদের পরিচয় জানানো না হলেও, আটকদের মধ্যে বাংলাদেশি, ইন্দোনেশিয়ান, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের নাগরিকরা রয়েছেন। অভিবাসন বিভাগের প্রধান পরিচালক দাতো জাকারিয়া বিন শাবান শুক্রবার (৬ ডিসেম্বর) এক বিবৃতিতে জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে এই অভিযান চালানো হয়। অভিযানে ১৮৯ জন প্রবাসীর কাগজপত্র যাচাই বাছাই করা হলে ৯৩ জনকে অবৈধভাবে বসবাসের জন্য আটক করা হয়। আটককৃতদের পরবর্তী তদন্তের জন্য ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। এই অভিযান মালয়েশিয়ার...
আমিরাতে ৫০ হাজার বাংলাদেশিকে সাধারণ ক্ষমা
অনলাইন ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত ৫০ হাজার অবৈধ বাংলাদেশি সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে বৈধ হয়েছেন। যারা এখনও এই সুযোগ গ্রহণ করেননি, তাদের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমিরাত সরকার এই সাধারণ ক্ষমার সুযোগ দিয়েছে। যারা এখনও অবৈধ অবস্থায় রয়েছেন, তারা যেন দ্রুত এই সুযোগ নেন। বাংলাদেশিদের জন্য আমিরাতের ভিসা নীতির পরিবর্তন প্রসঙ্গে মুখপাত্র জানান, জুলাইয়ের আগে থেকেই আমিরাত তাদের ভিসা নীতিতে পরিবর্তন এনেছে, যা বাংলাদেশিদের জন্য আরও কঠিন হয়েছে বলে মনে হচ্ছে। তবে আমিরাত সরকার এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি। ভিসা সংক্রান্ত সমস্যাগুলো তাদের নজরে আনা হয়েছে, এবং তারা বিষয়টি...
লেবানন থেকে আরও ১০৫ বাংলাদেশি দেশে ফিরবেন আজ
অনলাইন ডেস্ক
যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে বৃহস্পতিবার (৫ নভেম্বর) ১০৫ বাংলাদেশি নাগরিক দেশে ফিরবেন। লেবাননের স্থানীয় সময় মঙ্গলবার রাতে এই তথ্য জানিয়েছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস। দূতাবাস জানিয়েছে , আগামী ৫ ডিসেম্বর ১০৫ জনের ১৪তম গ্রুপ বৈরুত থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশ্যে বিমানযোগে রওনা করবে। তারা ওইদিন সকালে বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। বাংলাদেশ সময় রাত ১১টায় তাদের বহনকারী উড়োজাহাজ হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। news24bd.tv/এসএম
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর